Advertisement

সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নাম ২০২৫ ( ইউটিউব নাম তালিকা ) ,ইউটিউব চ্যানেলের সুন্দর নাম

bangla youtube channel name suggestions সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নাম
babangla youtube channel name suggestions


ইউটিউব চ্যানেল তৈরির আগে ইউটিউব চ্যানেলের  সুন্দর সুন্দর নাম বাছাই করা বেশ গুরুত্বপূর্ণ কাজ। অনেকের কাছে মনে হতে পারে নাম আবার কতোটা গুরুত্বপূর্ণ হতে পারে, পছন্দ মত একটি নাম দিলেই হল। কিন্তু আমি বলব এটা একেবারেই ভুল ধারনা।  ( ইউটিউব নাম তালিকা ) 

সুন্দর ইউটিউব চ্যানেল নাম বাছাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ। ইচ্ছামত যে কোনো একটি নাম অথবা নিজের নামের সাথে কোনো নাম লিখে দিলেই হয়ে গেল এমনটা ভাব বোকামি।  ( ইউটিউব চ্যানেলের সুন্দর নাম )

ইউটিউব চ্যানেল এর নাম কেন গুরুত্বপূর্ণ বিষয়?

ইউটিউব ভিডিওতে ভিউ শুধু সাবস্ক্রাইবার এর মাধ্যমে আসে না, ইউটিউব সার্চের মাধ্যমেও আসে।  তাই ইউটিউব সার্চে আপনার চ্যানেল যত উপরে থাকবে ততই আপনার ভিউজ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এটা আপনার জানার কথা তাই না। ( ইউটিউব নাম তালিকা )


এবার আপনিই বলুন আপনার নিজের নাম দিয়ে ইউটিউব চ্যানেল বানালে কত জন আপনার নাম লিখে ইউটিউবে সার্চ করবে? নামটি হতে পারে একটি ইউনিক ইউটিউব নাম কিন্তু ইউটিউব সার্চে আপনার ভ্যেলু কতটা? সেটা একবারও ভেবে দেখেছেন কি? ( bengali youtube channel name ideas )  




আবার অন্যদিকে আপনি খেলার খবর নিয়ে একটি চ্যানেল বানানেল, যেই চ্যানেলের নাম দিলেন "Live Sports BD "  এবার আপনিই ভাবুন Live Soprts নিয়ে কতজন মানুষ ইউটিউবে সার্চ করবে। ( সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের নাম )

ইউটিউব চ্যানেলের নাম এর গুরুত্ব

এসইও ফ্রেন্ডলি ও সুন্দর ইউটিউব চ্যানেলের নাম বাছাই যে শুধু ভিজিটর বা ভিউজ আনার ক্ষেত্রেই গুরুত্বপূর্ন এমনটা নয়। একটি ইউটিউব চ্যানেল আপনার একটি কোম্পানি বা ব্রান্ড। এই ব্রান্ডের নাম ইচ্ছামত কোনো বিচার বিবেচনা ছাড়াই দেওয়া ঠিক হবে না। তাই ইউটিউব চ্যানেলের নাম বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সরর্কতা অবলম্বন করতে হবে। 





আমার মনে হয় আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছন যে কেন ইউটিউব চ্যানেলের জন্য উপযুক্ত নাম বাছাই করা জরুরি। 

আরো পড়ুন




ইউটিউব চ্যানেলের জন্য কি ধরনের নাম রাখবেন? 

এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে খেয়াল করুন। আপনার ইউটিউব চ্যানেলটি, ইউটিউব সার্চে তখনই র‍্যাংক করবে যখন আপনার চ্যানেলটি সম্পূর্ন SEO Optimized হবে। 

আর ইউটিউব চ্যানেলের নিশের ( চ্যানেলের ধরন )  সাথে চ্যানেলের নামের সামঞ্জস্যতা থাকাটাও একটি SEO ফেক্টর। 


প্রযুক্তি নিয়ে ইউটিউব চ্যানেলের সুন্দর নাম 


1 Bangla Technical Update

2 Latest Technical Knowledge 

3 Modern Bangla Tech 

4 Bangla Tech Master

5 Online Technical Support

6 Premium IT BD

8 Golden Tech 


নিশ কি? ইউটিউব চ্যানেলের নিশ বাছাই 

নিশ বলতে বোঝানো হয়েছে, কোন বিষয়ের ওপর আপনি ইউটিউবে ভিডিও বানাবেন সেটা।  অর্থাৎ আপনার চ্যানেলে যদি "প্রোডাক্ট রিভিউ" এর ভিডিও বানান তাহলে প্রোডাক্ট রিভিউ হল আপনার চ্যানেলের নিশ।  

তাই কোনো ইউটিউব চ্যানেলের নাম সেই চ্যানেলের নিশের সাথে সামঞ্জস্য রেখে নামকরন করাটা ইউটিউব SEO এর একটি অংশ। (  বাংলা ইউটিউব চ্যানেলের নাম )  

এই আলোচনায় আমি ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলর জন্য সুন্দর সুন্দর নাম আপনার সাথে শেয়ার করব। 

আরো পড়ূন 
 


SEO ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেলের নাম কেন গুরুত্বপূর্ণ?  

পূর্বেই বলেছি আপনার ইউটিউব চ্যানেলের ভিউ বা visitor's শুধুমাত্র সাবস্ক্রাইবার থেকে আসবেনা, ইউটিউব সার্চ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিউজ বাড়ানোর জন্য। আপনারা হয়তো জেনে থাকবেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন কিন্তু ইউটিউব যেটা গুগলেরই একটি প্রোডাক্ট। 

আর একমাত্র এসইও ফ্রেন্ডলি ইউটিউব চ্যানেলের নামের কারণে ইউটিউব সার্চ থেকে  আপনার চ্যানেলে ভিজিটর আসতে পারে। ( ইউটিউব চ্যানেল নাম )


ইউটিউব চ্যানেলের সুন্দর নাম এর গুরুত্ব

এটাতো গেল ইউটিউব সার্চ এর ব্যাপারে কথা । কিন্তু গুগল সার্চ এর কথায় এখনো বাকি আছে। যেকোনো বিষয়ে গুগলে সার্চ করলে টেক্সট কন্টেন্ট এর পাশাপাশি ইউটিউবের ভিডিও কনটেন্টও সেই সার্চ রেজাল্টে দেখানো হচ্ছে।  

তাই আপনার চ্যানেল টি এসইও ফ্রেন্ডলি নাম অনুসারে বানালে গুগল-সার্চে রেঙ্ক  করার সম্ভাবনা আছে। ( বাংলা ইউটিউব চ্যানেলের নাম ) 


আরো পড়ুন 



সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নাম ২০২৪  

এই পর্যায়ে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের নাম  শেয়ার করা যাক, যেন আপনাদের নতুন ইউটিউব যাত্রা সুন্দর ভাবে শুরু হয়। তো আর দেরি না করে চলুন দেখে নেই বিভিন্ন বিষয়ে কিছু সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নাম। ( bengali youtube channel name ideas )

প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেলের নাম সমূহ 

প্রযুক্তি বিষয়ক বাংলা সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের নামের তালিকা শেয়ার করলাম।  যারা প্রযুক্তি বিষয়িক ইউটিউব চ্যানেল খুলতে চান তাদের জন্য নামগুলো সহায়ক ভূমিকা রাখবে।  ( ইউটিউব চ্যানেল নাম )

ইউটিউব চ্যানেলের নাম বাছাই, সুন্দর ইউটিউব চ্যাবনেলের নাম


1 Bangla Technical Update

2 Latest Technical Knowledge 

3 Modern Bangla Tech 

4 Bangla Tech Master
5 Online Technical Support

6 Premium IT BD

8 Golden Tech

অনলাইনে ইনকাম বিষয়ক চ্যানেলের ইউনিক ইউটিউব নাম

যারা অনলাইনে ইনকাম সম্পর্কিত ইউটিউব চ্যানেল বানাতে আগ্রহী তাদের জন্য এই সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নাম আইডিয়া গুলো সহযোগী হবে।  ( বাংলা ইউটিউব চ্যানেলের নাম )

1 Money Making Guide 

2 Learn To Earn Money

4  Passive Online Income 

3 Way To Make Money

5 Money Making Method 

6 Trusted Online IT

8 Millionaire Group BD 


গেমিং ইউটিউব চ্যানেল থেকে আয় ও গেমিং ইউটিউব চ্যানেল নাম আইডিয়া সম্পর্কে জানতে আপনি আমাদের নিচের আর্টিকেল পড়তে পারেন। আশা করি উপকৃত হবেন।


আরো পড়ুন 


ইউটিউব নাম তালিকা

ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের নাম তালিকা ও ইউটিউব নাম সাজেশন ইতিমধ্যে আপনারা ভালোভাবেই লক্ষ করেছেন। কোন বিষয়ের ইউটিউব চ্যানেলের জন্য, কোন ধরনের নাম ভালো হয় সেটা কিছুটা হলেও আপনারা আচ করতে পেরেছেন বলে আমি আশা করছি। আপনাদের কাজটি আরো সহজ করে দেওয়ার জন্যে আমি নিচে আরো কিছু ইউটিউব নাম তালিকা উল্লেখ করছি।   

ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেলের নাম

ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অথবা উদোক্তা বিষয়ক ইউটিউব চ্যানেল বানাতে আগ্রহী হলে এই নাম গুলো থেকে আপনার ইউটিউব চ্যানেলের নাম বাছাই করতে পারেন। ( সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের নাম )   

1 Entrepreneurs Club

2 Freelancers Home

3 Freelancing Support

4 Be Skilled Do Freelance

5 Working Freedom

6 BD Freelancing Care 

7 Freelance Source

8 BD Freelance Sourcer

9 Freelancing Gyan ( ফ্রিল্যন্সিং জ্ঞান ) 

নিউজ বিষয়ক সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া

আপনাদের মধ্যে যারা নিউজ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা এই কয়টি ইউটিউব চ্যানেল নাম আইডিয়া থেকে একটি ইউনিক ইউটিউব চ্যানেলের নাম বাছাই করতে পারেন। 

1 Bangla Somachar 24 

2 News Everywhere 

3 Khoborer Somaroho ( খবরের সমারহ) 

4 Bangla Alo 

5 New Window News 

নিউজ চ্যানেলের নাম 

ইউটিউবে নিউজ বিষয়ক ইউটিউব চ্যানেল খুলতে চাইলে এই নিউজ চ্যানেলের নাম গুলো আপনাকে সহায়তা করবে। 

1 Bangla Reporters 

2 Latest BD News

3 BD Upadate All Time

4 Daily Bangla News

5 Bangla Dorpon 24 ( বাংলা দর্পন ২৪ )

6 Prothom Pata ( প্রথম পাতা )  


সহায়ক পোস্ট




বিনোদন বিষয়ক ইউটিউব চ্যানেলের নামের নাম সমূহ 

বাংলা বিনোদনমূলক ইইটিউব চ্যানেলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আপনিও যাতে করে আপনার বিনোদন মূলক ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারেন তার করনেই কয়েকটি বিনোদন মূলক ইউটিউব চ্যানেলের নাম আইডিয়া শেয়ার করলাম। ( নিউজ চ্যানেলের নাম )

1 Bangla Entertainment 

2 BD Digital Media 

3 Funny Studio 

5 Centuries Entertainment 

6 Bangla Masti (  বাংলা মাস্তি ) 

7 Actors Club BD 

8 World Production 

এসব তো গেল নিশ রিলেটেড ইউটিউব চ্যানেলের  নামের তালিকা। এবার আসা যাক ইউটিউব চ্যানেলের  কিছু ইউনিক নাম নিয়ে। 

অনেকে নিশ রিলেটেড নামের সাথে নিজের নাম যুক্ত করে দেয় যেই আইডিয়াটি অনেক ক্ষেত্রে বেশ কার্যকারি প্রমানিত হয়।  

এই ধরনের কিছু নামের উদাহরণ দিয়ে আপনার কাছে বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করছি। 


বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন

এই আর্টিকেলের উপরের অংশে যেই ইউটিউব চ্যানেলের সুন্দর নাম গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তার অধিকাংশ নামই আপনি সব ধরনের ইউটিউব চ্যানেলের জন্য ব্যাবহার করতে পারবেন। ( নিউজ চ্যানেলের নাম ) 

কিন্তু এই পর্যায়ে আপনাদের সামনে বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন বা  বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম আইডিয়া তুলে ধরছি। যেই নাম আইডিয়া গুলো আপনি বাঙ্গালী ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন। নিচে বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন তুলে ধরা হলো। ( রোমান্টিক ইউটিউব চ্যানেলের নাম ) 


রান্নার চ্যনেলের নাম 

আপনি যদি একটি রান্নার চ্যানেল ইউটিউবে বানাতে চান তাহলে এই অংশে আলোচিত রান্নার চ্যানেলের নাম গুলো আপনাকে আপনাকে সুন্দর ইউটিউব চ্যানেলের নাম বাছাই করতে সহায়তা করবে। 

1 Amar Kitchen ( আমার রান্নাঘর )

2 Food And Food ( ফুড & ফুড )

3 BD Traditions ( বিডি ট্রেডিশনস )

4 Ajker Recipe  ( আজকের রেসিপি ) 

5 Bangla & Rannaghor ( বাংলা & রান্নাঘর ) 

6 Ajker Khabar   (  আজকের খাবার ) 

7 The Modern Chef  ( দি মডার্ণ সেফ ) 



নিউজ চ্যানেলের নাম নতুন 

ইউটিউব  চ্যানেল গুলোর মধ্যে নিউজ চ্যানেলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। তাই নিউজ চ্যানেলের নাম এর চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনাদের সুবিধার্থে আমি আরো কিছু নিউজ চ্যানেলের নাম আপনাদের সাথে শেয়ার করতে চাই। 

1 Somachar Saradin ( সমাচার সারাদিন ) 

2 Vorer Sondesh ( ভোরের সন্দেশ ) 

3 Ononno Dorpon  ( অনন্য দর্পন ) 

4 bangla update 24 ( বাংলা আপডেট ২৪ ) 


ব্লগ চ্যানেলের নাম 

ব্লগ চ্যানেল নাম বা VLOG চ্যনেলের কি রাখবেন এই ভাবনায় পড়ে আছেন? আপনার ভাবনার সমাধান দিতে আমি আপনাদের জন্য VLOG চ্যানেলের নাম বা ব্লগ চ্যানেলের নাম নিয়ে হাজির হলাম।

1 BD Spot Hunter 

2 ( Your Name ) The Vlogger 

3 ( Your Name ) The Creator 

4 ( Your Name ) For Public 

5 ( Your Name ) The Striker
  
VLOG চ্যানেলের নাম বেশিরভাগ ক্ষেত্রেই ইউটিবারের নাম অন্সারে রাখা হয়ে থাকে তাই ব্লগ চ্যানেল নাম  এর ক্ষেত্রে আপনাদের সাথে নাম দিয়ে ইউটিউব চ্যানেলের নাম শেয়ার করলাম। উদাহারন হিসেবে আপনি নিচের ইউটিউব চ্যানেলের নাম টি দেখতে পারেন, যেমনঃ Monir The Vlogger,  Monir's Point,  Monir On The Go

 

ট্রাভেল ব্লগ চ্যানেলের  নাম 

অনেকে ট্রাভেলিং এর সাথে সাথে ভিডীও ব্লগ বা ভ্লগ বানাতে ভালবাসেন। এই ক্ষেত্রে ট্রাভেল ব্লগ চ্যানেলের নাম সাজেশন এর খোজে থাকেন। এই অংশে সেই পাঠকদের জন্যে ট্রাভেল ভ্লগ ( VLOG ) চ্যানেলের নাম এর তালিকা নিচে দেওয়া হল।
 
  • Road To Exploration
  • Traveler's Path
  • Top Of The Wall
  • Monir On Tripe 
  • Adventure And Life
  • Close To Nature 
  • The View Point
 

রহস্যময় ইউটিউব চ্যানেলের নাম 

হাজারো রকমের বা নিশের ইউটিউব চ্যানেলের এর ভিরে রহস্যময় ইউটিউব চ্যানেলের নাম এর তালিকা কি আর বাদ দেওয়া যায়। তাই এই অংশে যুক্ত করতে চলেছি রহস্যময় ইউটিউব চ্যানেলের নাম এর তালিকা, আশা কর আপনাদের ভাল লাগবে। ( রোমান্টিক ইউটিউব চ্যানেলের নাম )  

1 অমিমাংশিত পরিচ্ছদ 

2 রোমাঞ্চের পথ 
 
3 আবছা মায়াবি

4 নিস্তব্দতার আরালে
 




ইউনিক ইউটিউব চ্যানেলের নামের আইডিয়া 

ধরুন আপনার নাম "লিখন" আপনি একটি VLOG এর  চ্যানেল বানাতে চান তাহলে আপনাকে কিছু ইউনিক ইউটিউব নামের প্রয়োজন হবে। যেমন : Likhon's Farme অথবা Fun With Likhon কিংবা Likhon's World এই রকম কিছু নামই আপনার ইউনিক ইউটিউব চ্যানেলের জন্য উপযুক্ত হবে

সাধারণত VLOG চ্যানেলে ইউটিউব সার্চ থেকে কম পরিমানে ট্রাফিক আসে।  তাই এই ধরনের চ্যানেলে Searchable নাম খুব একটা ভূমিকা রাখে না, সুন্দর ও ইউনিক একটি নাম হলেই হয়ে যায়। তাহলে ইউনিক ইউটিউব চ্যানেলের নাম কীভাবে রাখতে পারেন সেই বিষয়ে আইডিয়া পেয়ে গেছেন।এই ধরনের নাম আপনাকেই বেছে নিতে হবে তবেই আপনার জন্য ভালো হবে।  

পরিশেষে বলা যায় 

আজকের এই পোস্টে এই পর্যন্তই রইল। সম্পূর্ণ আর্টিকেলটি জুরে আপনাকে সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল নাম আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি । আশা করি  ইউটিউব চ্যানেলের নাম নিয়ে লেখা এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now