Advertisement

বিরহ নিয়ে উক্তি | কষ্ট নিয়ে উক্তি

বিরহ নিয়ে উক্তি | কষ্ট নিয়ে উক্তি


প্রেম ভালোবাসা বর্তমানে তরুনদের কাছে একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খুব সহজেই তরুণ-তরুণী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলেই প্রেম ও ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ছে। 

এভাবে প্রেমের সম্পর্ক গুলো করো কাছে হয়ে যাচ্ছে খুবই সস্তা আবার কারো কাছে হয়ে যাচ্ছে গভীর প্রেমের সম্পর্ক । যারা সম্পর্ক গুলোকে গুরুত্ব দিচ্ছে, সম্পর্কের বিচ্ছেদের ফলে তারা পাচ্ছে কষ্ট, বিরহ হয়ে যাচ্ছে তাদের সাথী। 

এই বিরহের সময়কালে আর কোনো কিছু ভালো না লাগলেও বিরহ নিয়ে উক্তি, কষ্ট নিয়ে সাজানো কথাগুলো, মনের মানুষকে দিয়ে সাজাতে ভালো লাগে ব্যার্থ প্রেমিকদের। 

তাই আপনাদের জন্য আজকের আর্টিকেল বিরহ নিয়ে উক্তি ও কষ্টের উক্তি নিয়ে হাজির হলাম আমি ধারণা করছি আজকের আর্টিকেলে উল্লেখিত কষ্ট নিয়ে উক্তি গুলো আপনাদের মনে আনন্দ দেবে।  

তাই আর দেরি না করে চলুন মূল আলোচনায় নামা যাক। বিরহ নিয়ে উক্তি ও কষ্ট নিয়ে উক্তি গুলো এবার দেখে নেয়া যাক।


বিরহ নিয়ে উক্তি

মানুষ যখন কষ্টের মধ্যে থাকে তখন ব্রেইন তাকে বিভিন্ন ধরনের কাজ করতে নির্দেশ দেয়। সত্যি বলতে এই সময়ে Human Brain সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না, যার কারণে বিরহ ও বেদনার মধ্যেই মানুষ অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

এই পর্যায়ে গুলোতে নীতিকথা বা বিরহ নিয়ে উক্তি ও কষ্ট নিয়ে বাণী গুলো মানুষকে সান্তনা দেয়। তাই আপনাদের মধ্যে যারা বিরহ নিয়ে উক্তি বা বিরহ নিয়ে কিছু কথা অথবা কষ্টের স্ট্যাটাস ইত্যাদি বিষয়ে আগ্রহী তারা নিচের কনটেন্ট গুলো দেখতে পারেন। 


>>

নিজেকে ভূল পথে আবিষ্কার করলে কেউ কষ্টে কাদে আবার কেউ আফসোস করতে থাকে, প্রকৃতপক্ষে উভয়ই এখনো ভুলের মধ্যেই আছে।


>>

মানসিক কষ্ট প্রধানত দুটি উপায়ে আসে ধোঁকা থেকে এবং অপমান থেকে; জীবনের মোড় করানোর জন্য এই দুটোই শ্রেষ্ঠ হাতিয়ার।


>>

কাউকে ততটাই কষ্ট দাও যতটা কষ্ট পেলে সে, নিজের ভুল গুলো উপলব্ধি করতে পারে।


কষ্টের উক্তি 

কষ্ট আমাদের মনের বেদনাকে বাড়িয়ে দেয় আর বিরহের ঘোরে বন্দি করে রাখে। তাই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কষ্ট নিয়ে উক্তি ও বিরহ নিয়ে উক্তি গুলো উপভোগ করুন। 


>>

ধোকা মানুষের মনে একটি সাপ রেখে যায়, যেই ছাপ থেকে শিক্ষা অর্জন করতে হলে মানুষকে বেদনার সব অধ্যায় গুলো পার করতে হয়।


>>

কেউ ছেড়ে গেলে যদি মনে কষ্ট লাগে তাহলে এটা ভেবে মনকে সান্তনা দাও যে, সে তোমার জন্য যোগ্য ছিল না।


>>

কষ্ট হল সেটা যেটা নিজে অনুভব করা যায় কিন্তু অন্যকে অনুভব করানো যায় না। তাই কষ্ট এখন তো নিজেরই হয়।


কষ্ট নিয়ে উক্তি  

>>

করো জন্যে ততটাই কাঁদবে যতটা সে তোমাকে নিয়ে ভাবতে।


>>

যারা কষ্ট দিতে জানে তারা এর ভয়াবহ পরিণতি সম্পর্কে জানে না। এর যন্ত্রণা মানুষকে কতটা নিরাশ করতে পারে তারা সে খবরও রাখে না।


>>

কিছু ঘটনা হৃদয়ে ছাপ রেখে যায়, যাদের খেয়াল অন্তরের ক্ষতকে বারবার সতেজ করে দিয়ে যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now