একুশ নিয়ে কবিতা, একুশ নিয়ে উক্তি, একুশ নিয়ে কিছু কথা, গান, ছড়া, আবৃত্তি। একুশে ফেব্রুয়ারির ক্যাপশন
একুশ বাঙালির অহংকার। ফেব্রুয়ারির ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হয়। এই দিনের ইতিহাস কারোই অজানা নয়। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ভাষার জন্য জীবন দিয়ে বাঙালি জাতি বিশ্বে নিজের ভাষার প্রতি সন্মান ও ভালোবাসার এক চির উদহারন হয়ে যায়।
আজ সেই মহান ফেব্রুয়ারি। এই আবেগভরা দিনকে চিরস্মরণীয় করে রাখতে ১৯৫২ সাল থেকে একুশের কবিতা, গান, উক্তি, ছড়া ইত্যাদি সাহিত্যকর্ম রচনায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কবি ও সাহিত্যিকগণ।
তাই বাঙালির ইসিহাসের অন্যতম এই দিনে এসব একুশের কবিতা, গান, উক্তি ও ছড়া সমূহকে বিশেষভাবে স্মরণ করা হয়।
সেই নিমিত্তে আমার আজকের প্রতিবেদনে একুশে ফেব্রুয়ারির স্মরণে আপনাদের সামনে একুশ সম্পর্কিত কিছু সাহিত্যকর্ম ও একুশ নিয়ে ক্যাপশন, কবিতা, ছড়া, উক্তি ইত্যাদি উপস্থান করতে চলেছি।
একুশ নিয়ে কবিতা, একুশের কবিতা
মহান ২১ শে ফেব্রুয়ারি নিয়ে ১৯৫২ সাল থেকেই হাজারো একুশের কবিতা রচিত হয়েছে। এসব কবিতা সত্যি অসাধারণ। এসব সাহিত্যকর্ম গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, ১.তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা ২.বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, ৩.একুশের কবিতা, ৪. বাঙলা ভাষা ইত্যাদি।
এসব কবিতা সত্যিই অসাধারণ। একুশে ফেব্রুয়ারি ওপর রচিত এসব কবিতা লেখোগুলোর মধ্যে, কবি আল মাহমুদ, শামসুর রহমান, হুমায়ূন আজাদ বিশেষভাবে উল্লেখযোগ্য।
একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা
নিচে একুশে ফেব্রুয়ারি কিছু বিশেষ কবিতা কবির নাম সহ উল্লেখ করা হলো। আশা করি আপনাদের পছন্দ হবে।
আরো পড়ুন:
- বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- একুশে ফেব্রুয়ারির ক্যাপশন
- মেসিকে বিশ্বকাপের উইশ
- প্রবাসী কষ্টের sms, স্ট্যাটাস, কাপশন, কবিতা
- প্রতিবাদী উক্তি, স্ট্যাটাস, কথা, ক্যাপশন
- মেয়ে পটানোর স্ট্যাটাস
- ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস
- অভিমানি স্ট্যাটাস
- ইমোশনাল স্ট্যাটাস
- ভালোবাসার স্ট্যাটাস
- ইসলামিক ফেসবুক স্ট্যাটাস
১.তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
- কবি শামসুর রহমান
২.বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
- কবি শামসুর রহমান
৩. একুশের কবিতা
- কবি আল মাহমুদ
৪. বাঙলা ভাষা
- কবি হুমায়ন আহমেদ
৫. বন্দী শিবির থেকে
- কবি শামসুর রহমান
এবার আপনাদের সমানে আমাদের অধুনিক কবিদের রচিত কিছু কবিতা তুলে ধরতে চলেছি। এসব কবিতা nbanglablog এর ক্ষুদ্র কবিগোষ্ঠী কতৃক রচিত।
০১
একুশের মান
একুশ মানেই-
বুকে জমানো পুরনো ক্ষতের উকি,
একুশ মানেই-
মায়ের কোলে ছেলের দেওয়া ফাঁকি;
একুশ মানেই-
রক্ত অশ্রু, আপতিত রাজপথে;
একুশ মানেই-
কৃষ্ণচূড়া, রক্তমাখা বসন্তে।
০২
শহীদ, তোমাকে জানাই সালাম
ভাই হারানো বেদনা নিয়ে
একুশে ফেব্রুয়ারি;
ভাষার লড়াইয়ে চিরশান্তদের,
কেমনে ভুলিতে পারি।
মাতৃভাষা বাংলার দাবিতে,
বিলয়েছে যারা প্রাণ;
তাদের প্রতি লাখো কুর্নিশ,
লাখো বাঙালির সালাম।
০৩
ভাষা সৈনিক
তারা ভাষা সৈনিক,
তারা ভাষার জন্যে, লড়তে জানে,
ভাষার জন্যে মরতেও জানে;
তারা মায়ের ভাষাকে গেঁথেছিল প্রাণে,
জীবন দিয়েছে সেই ভাষার সম্মানে;
তারা সকল ধারাকে মানবো না বলে,
রক্ত দিয়েছে মায়ের ভাষার টানে;
তাইতো তারা, ভাষা সৈনিক।
০৪
একুশের মর্যাদা
একুশ তুমি-
লৌহমাক্ত বর্ণে লেখা,
শহীদের ফেস্টুন;
একুশ তুমি-
বীরের দেখানো বিজয়ের পথ,
ক্রান্তির আহ্বান।
তুমি-
মায়ের আঁচলে ঢেকে পড়া সেই,
ছেলেহারা অশ্রু বিন্দু;
তুমি-
স্বজনের সেই চেয়ে থাকা পথ,
বিষাদের সিন্ধু।
একুশ নিয়ে উক্তি
মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক জ্ঞানী ও মুনিষীগণ বিভিন্ন উক্তি উপস্থাপন করে গেছেন। সেই উক্তি গুলো আজও আমাদের একুশের স্মৃতিকে তাজা করে দেয়।
নিচে এমনই কিছু একুশ নিয়ে উক্তি, একুশের বাণী বা একুশের উক্তি তুলে ধরা হল। যা আপনাকে একুশের গুরুত্ব ও মর্যাদা অনুধাবনে সহায়তা করবে।
>> "একুশে ফেব্রুয়ারি সংগ্রাম বাংলাদেশ স্বাধীনতার প্রথম বীজ"
>> "বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে"
>> "দেশের জন্য আত্মত্যাগী মায়েদের ত্যাগী সন্তানেরাই পারে রাষ্ট্রভাষার জন্যে জীবন বিলিয়ে দিতে।"
>> " তারাই মহৎ, যাদের রক্তে লাল হয়েছে বাংলার রাজপথ"
>>" ভাষা শহীদের কারণে আজ বিশ্বের অন্যান্য জাতির মনেও মাতৃভাষার প্রতি প্রবল ভালবাসা অনুভূত হয়।"
>> " একুশ আমাদের আবেগের সাথে সম্পৃক্ত, তাইতো আমরা শহীদদের প্রতি আবেগী ও শ্রদ্ধাশীল।"
একুশ নিয়ে ক্যাপশন, ফেসবুক পোস্ট,
Facebook আমাদের অনলাইনে সাথে সাথে অফলাইনে সংঘটিত ইভেন্ট গুলোর সাথে ভালোভাবে সম্পৃক্ত। আমরা যে উৎসব বা জাতীয় দিবস পালন করি না কেন সেটার সম্পর্কে ফেসবুকে লেখালেখি করা এখন দৈনন্দিন এ পরিণত হয়েছে।
তাই সামনে আগত একুশে ফেব্রুয়ারি নিয়ে ফেসবুকে লেখা একটি স্বাভাবিক কাজের অন্তর্ভুক্ত। সেই জন্যেই আপনাদের জন্যে একুশে ফেব্রুয়ারির ক্যাপশন নিয়ে হাজির হলাম। এসব একুশের ফেসবুক ক্যাপশন বা একুশের ফেসবুক পোস্ট আপনাদেরকে এই মহান দিনে অনলাইনে নিজের একটি সামাজিক চিত্র তুলে ধরতে সহায়তা করবে।
০১
" আমিতো ক্ষুদ্র ভাইয়ারা একুশে ফেব্রুয়ারির গানের গায়ক, শ্রদ্ধা জানাই তাদের যারা মাতৃ ভাষা রক্ষার নায়ক"
০২
" বাংলা স্বাধীনতার সংগ্রামের শুরু একুশে ফেব্রুয়ারি থেকেই, আজকে এই দিনে শহীদদের প্রতি আমার সন্মান ও ভালোবাসা জানাচ্ছি।"
০৩
" আজকের এই দিনে -
মায়ের কোল হয়েছে খালি, শহীদ হারিয়েছে প্রাণ;
কিন্তু সেই বীর রেখে গেল, বাংলা ভাষায় লেখা সেই ভাইহারা একুশের গান"
সত্যি ভাষা সৈনিক তুমি কতই মহান !
০৪
"যাদের রক্তে অর্জিত ভাষা, তাদের গানই গাই;
তারাই আমার সূর্য নক্ষত্র, তারাই আমার ভাই।"
সুতরাং আজকের মত এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সামান্য হলেও উপকৃত করতে পেরেছি।
পরিশ্রম লেখা এই প্রতিবেদনে সব শব্দই বাংলা ভাষায় লেখার চেষ্টা করেছি। একটি শব্দও ইংরেজিতে ব্যাবহার করি নাই। এই একটি কাজের, জন্যে আপনি শেয়ার করে আমাকে সহায়তা করতে পারেন।