বাংলা ধাঁধা | ধাঁধা | ধাঁধা উত্তর সহ | নতুন ধাঁধা | বাংলা ধাঁধা উত্তর সহ | bangla dhadha|dhadha | ধাঁধা প্রশ্ন ও উত্তর | রোমান্টিক ধাঁধা উত্তর সহ
কোনো রহস্যকে সমাধান করার ঘটনা গুলো আমাদের অনেকের কাছে পছন্দনীয়। কোনো জটিল সমস্যার সমাধান করার যাত্রা যেমন বেশ রোমাঞ্চকর ঠিক তেমনিভাবে রোমাঞ্চকর যাত্রা হল কোনো ধাঁধার সমাধান বা ধাঁধার উত্তর বের কর।
কোনো ধাঁধা আমাদের মস্তিষ্ককে চিন্তা করতে বাধ্য করে। ধাঁধার সমাধান বের করার ক্ষেত্রে মস্তিষ্ক দারুণভাবে কাজ করে যেটা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। তাই ধাঁধা ( dhadha ) সমাধান করা একটি আত্ম-কল্যাণ মূলক কাজ। আর ধাঁধার প্যাঁচ খুলে ধাঁধার উত্তর খুঁজে বের করা সচরাচর সবারই ভালো লাগে।
ইউটিউব ভিডিও দেখে ও ফেসবুক লাইক করে টাকা আয়
ধাঁধা ( dhadha )
আমাদের সমাজে বিভিন্নভাবে ধাঁধা উপস্থাপন করা হয়। এটি একসময় বাংলায় বিনোদন ও ঐতিহ্যের অংশ ছিল যার চর্চা ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় কবি সাহিত্যিকরাও বিভিন্ন ধরনের রসাত্মক ও মজার ধাঁধা রচনা করতেন। যার মধ্যে, হাসির ধাঁধা, মজার ধাঁধা, রোমান্টিক ধাঁধা, ধাঁধা উত্তর সহ, ধাঁধা প্রশ্ন ও উত্তর বিশেষভাবে উল্লেখযোগ্য।
বর্তমানে বাংলা ধাঁধা ( dhadha ) এর চর্চা করা একেবারে অনেকাংশে কমে গিয়েছে। এর প্রধান কারণ হল সাহিত্যের প্রতি মানুষের অগ্রহ কমে যাওয়া। এখন মানুষ সাহিত্য চর্চার পাশাপাশি বাংলা ধাঁধা চর্চা থেকে ধীরে ধীরে কিসে আসছে।
বাংলা ধাঁধা ( bangla dhadha )
বাংলা ধাঁধা বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের আয়োজন আমি আপনাদের সামনে বাছাই করা সেরা কিছু বাংলা ধাঁধা ( bangla dhadha ) উপস্থিত হয়েছি। আমি আশা করি আজকের আর্টিকেলের উল্লেখিত নতুন ধাঁধা গুলো আপনাদের আনন্দ যোগাবে।
এই আলোচনায় সাজানো মজার ধাঁধা গুলো আপনাদের চিন্তা করতে বাধ্য করবে, যার সমাধান করতে আপনার সত্যি খুব বেশি মজা পাবেন। তাই আর বেশি না বকে চলুন বাংলা ধাঁধা ও মজার ধাঁধা গুলো দেখে নেওয়া যাক।
বাংলা ধাঁধা উত্তর সহ ( bangla dhadha )
বাংলা ধাঁধা ( bangla dhadha ) থেকে বাছাই করা সেরা সব মজার ধাঁধা গুলো আপনার সামনে উপস্থাপন করতে চলেছি তাই ... ভালো মত নড়ে-চরে বসুন এবং মানসিকভাবে প্রস্তুতি নিন। 😁
আরো পড়ুন: মাসে লাখ টাকা আয় করার উপায়
একসময় বাংলা ধাঁধা ছিল আমাদের আসর জমানোর অন্যতম মাধ্যম। বল হত যে যত বেশি ধাঁধা জানে সে ততই মেধাবী। কিন্তু বাংলার মজার ধাঁধা গুলোর প্রতি অবহেলার কারণে আজ বাংলার এই সংস্কৃতি বিলুপ্তির পথে।
>>
"তিন অক্ষরে নাম যার, যাতে তৈরি তাতেই ভেসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে" বল কি সেই মাল??
উত্তর - বরফ
>>
" বলতো কি এই মামার নাম, যে দিনে দেখা দেয় কিন্তু তাকে দেখা যায়না, আর রাত্রে সে থাকলেও তার দেখা পাওয়া যায় না? "
উত্তর - সূর্য মামা
>>
"বল কি তার নাম, যার দাঁত আছে কিন্তু কামড় দেওয়া নয় তার কাম?"
উত্তর - চিরুনি
ধাঁধা প্রশ্ন ও উত্তর
ধাঁধা মানেই প্রশ্ন ও উত্তরের খেলা। একটি ধাঁধা একটি প্রশ্ন আর সেই প্রশ্নের সমাধান করতে পারলেই ধাধার সমাধান করা হয়ে যায়। তাই ( ধাঁধা প্রশ্ন ও উত্তর ) এই অংশে আমি বিভিন্ন প্রশ্নমূলক ধাঁধা ( dhadha ) আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্ঠা করেছি। আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগবে।
>>
"বলতো, কি তার নাম ; যে খাবারের স্বাদ পাই কিন্তু পায় না তারা ঘ্রাণ?"
উত্তর - জিহ্ববা
>>
জীবিত থাকলে যারে কবর দেয়, মরে গেলে তারে খুঁড়ে নেই, বলুন এই সত্তা কে হয়?
উত্তর - চারা
>>
তুমি সব সময় তাকে উত্তর দাও, কিন্তু সে কখনো তেমন কোনো প্রশ্ন করেনা, বল কে সে?
উত্তর - মোবাইল
bangla dhadha
বাংলা ধাঁধা থেকে আমরা আনন্দময় বিনোদন পাই। বাংলা সাহিত্যে বাংলা ধাঁধা বিভিন্ন ফরমেটে পাওয়া যায় যেমন, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, মজার ধাঁধা উত্তর সহ ইত্যাদি। এই পোস্টে সাজানো ধাঁধা গুলো আপনাদের আনন্দ দেওয়ার জন্য উপযোগি বলে আমি আশাবাদী।
>>
কোন জিনিসটা ব্যবহারের পূর্বে ভাঙতে হয়?
উত্তর - ডিম
>>
চার অক্ষরে নাম যার, অতীত নিয়ে লেখা প্রথম দুই অক্ষর বাদ দিলে, শুরু হয় প্যাক প্যাক ডাকা.. বলুন তো উত্তরটা কি হবে?
উত্তর - ইতিহাস
>>
কোন জিনিসটা দেখা যায় অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না?
উত্তর - ধোয়া
>>
বলুন কি তার নাম, যার আছে তিনটি হাত ; নেই কোন পা কিংবা বডি, এবং মানুষকে উত্তর দেওয়াই যার কাম?
উত্তর - ঘড়ি
>>
কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই টা ফিরে পায়?
উত্তর - বালিশ
>>
এমন একটি শব্দের নাম বল যা বাংলা ৫০ টি অক্ষরকে নির্দেশ করে?
উত্তর - বর্নমালা
>>
করতে পারা খাদক সে
দানব কিন্তু নয়,
গরু খায় ছাগল খায়
সিংহও সে নয়?
বলুন মালটা কে??
উত্তর - মশা
ধাঁধা উত্তর সহ ( হাসির ধাঁধা উত্তর সহ )
আপনি কি অনলাইনে বাংলা ধাঁধা উত্তর সহ খুজছেন? তাহলে আপনি একদম সঠিক ওয়েবসাইটে অবস্থান করছেন। বাংলা ধাধার জগতের অসাধারন সব মজার ধাঁধার ঝুড়ি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
এই হাসির ধাঁধা গুলো বি মজাদার সাথে একটু টেকনিকাল। উত্তর সব দেওয়া এই ধাধা গুলোর উত্তর খুঁজে পেতে আপনাকে বেশ মাথা খাটাতে হবে।
>>
বলত rain এর শেষে কি হয়?
উত্তর - N হয়
>>
"আমি পড়ে গেলে ছোট হয়ে যাই কিন্তু যে আমাকে দেখে হাসে আমিও তাকে দেখে হাসি.. " বলো আমি কে?
উত্তর - আয়না
>>
"বলত কি সেই গণিতবিদের নাম যার কাছে আছে সকল গণিতের সমাধান?"
উত্তর - ক্যালকুলেটর
>>
আমি তোমাকে দুটো জিনিস দেবো যার একটি, সব সময় বসে থাকে কখনো দাঁড়ায় না, আর দ্বিতীয়টির ক্ষুধা এত বেশি তাকে যতই দেবে ততই খাবে। বল কি নাম জিনিস দুটির?
উত্তর - পাথর ও আগুন
>>
তিন অক্ষরে নাম তার পানিতে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে স্বাদে মিষ্টি করে। বল কি তার নাম?
উত্তর- মাগুর
>>
বল কি সেই জালের নাম, যার না আছে কোনো সুতা, ফিতা, তার ; কিন্তু নিমিষেই তোমায় দেবে শেরা সম্পদের সন্ধান।
উতর- আন্তজাল ( ইন্টারনেট )
mojar dhadha ( রোমান্টিক ধাঁধা )
মজার মজার রোমান্টিক ধাঁধা ( mojar dhadha ) সংগ্রহ খুজছেন তাহলে এই অংশের বাংলা ধাঁধা ( bangla dhadha ) গুলো আপনার জন্য আদর্শ প্রমানিত হবে বলে আমি মনে করি। বাংলা ধাঁধা নিয়ে আলোচনার এই অংশে আপনাদের রোমান্টিক ধাঁধা উত্তর সহ দেখতে চলেছি।
কোন বাসায় শুধু দুই জন থাকে, কিন্তু কোনো দরজা, জানালা কিংবা ছাদ কিছুই থাকে না?
উত্তর - ভালোবাসায়
>>
কোন বাসায় শুধু দুই জন থাকে, কিন্তু কোনো দরজা, জানালা কিংবা ছাদ কিছুই থাকে না?
উত্তর - ভালোবাসায়
রোমান্টিক ধাঁধা উত্তর সহ
ধাঁধা যদি রোমান্টিক সম্পর্কে পরিবেশ তৈরি করতে পারে তাহলে কেমন হয়? তাই আপনাদের জন্য নিয়ে আসলাম রোমান্টিক ধাঁধা উত্তর সহ। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি সব কারবারে আকাঙ্ক্ষার নাম, সব সম্পর্কে আছে আমার অবস্থান বলো আমি কে?
উত্তর - লাভ
>>
আমি সব কারবারে আকাঙ্ক্ষার নাম, সব সম্পর্কে আছে আমার অবস্থান বলো আমি কে?
উত্তর - লাভ
কি তার নাম যে, বউয়ের বাপের দুলালী, আমার বাড়ি এলে খায় গালি?
উত্তর - সালি
>>
কি তার নাম যে, বউয়ের বাপের দুলালী, আমার বাড়ি এলে খায় গালি?
উত্তর - সালি
শেষ কথা
আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই সামান্য আয়োজন , বাংলা ধাঁধা ও রোমান্টিক ধাঁধা উত্তর সহ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা যতটা সম্ভব মার্জিত ভাষায় বাংলা ধাধা ও রোমান্টিক ধাঁধা গুলো আপনাদের সামনে তুলে ধরেছি তবুও ভুল হলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Disclaimer
আর কোনো ধরনের কন্টেন্ট বা ধাঁধা কপি বা পাইরেসি করে নিজেদের নামে চালিয়ে দেই নি। তবে কারো যদি মনে হয় হয় আমাদের আর্টিকেলে ভুল আছে তাহলে আমাদের মেসেজ করে জানাতে পারেন আমরা মুহুর্তেই তা সরিয়ে ফেলব।