Advertisement

ব্যাবহার নিয়ে উক্তি | আচার নিয়ে উক্তি | আচরণ নিয়ে উক্তি

ব্যাবহার নিয়ে উক্তি | আচার নিয়ে উক্তি | আচরণ নিয়ে উক্তি


কথায় আছে " ব্যাবহারের বংশের পরিচয়"। বাস্তব জীবনেও ব্যাপারটি একেবারে এমনভাবেই আমাদের সাথে জড়িত। ব্যাবহার হল একটি মানুষের পরিচয়। মানুষটি সামাজিকভাবে কেমন?, তাই গুণাবলী কেমন?, তিনি কতটা মিশুক? তিনি কতটা বন্ধুসুলভ? এরকম কিছু বিষয়ের ভিত্তিতেই একজন মানুষের ভালো ব্যাবহার ও সামাজিক পরিচয় সমাজের সামনে উপস্থাপন করা হয়। 


ব্যাবহার নিয়ে উক্তি

ভালো ব্যাবহার ও নৈতিক গুণাবলী মানুষকে সেই সফলতা অর্জনে সহায়তা করে যা সে বহু সাধনার পরও অর্জনে ব্যার্থ হয়। করো নম্র ও ভদ্র আচরন তাকে সমাজের এমন পর্যায়ে পৌঁছে দেয় যেখানে পৌঁছানো, কোনো পার্থিব মূল্য দিয়ে সম্ভব না। তাই আমাদের সবাইকে ভালো ব্যাবহারের অভ্যাস গড়তে এবং সেই সাথে খারাপ ব্যাবহারের অভ্যাস ছাড়তে চেষ্টা চালিয়ে যেতে হবে। 

ভালো ব্যাবহারের গুরুত্ব আমরা বিভিন্ন বই পড়ে, গল্প পড়ে বা ব্যাবহার নিয়ে উক্তিআচরন নিয়ে উক্তি ও বাণী পড়ার মাধ্যমে জানতে পারি। ব্যাবহার নিয়ে উক্তি সমূহ আমাদের জানায় জীবনে একজন ভালো ব্যাবহারের অভ্যাসকারী হওয়া কেন গুরুত্বপুর্ন।

ভালো ব্যাবহারের চর্চা কিভাবে আমাদেরকে সমাজে সুষ্ঠ ও শান্তিময় জীবনে যাপনে সহায়তা করবে সেটা আমরা ভালো ব্যাবহার নিয়ে উক্তিআচার নিয়ে উক্তি ও ভালো ব্যাবহার নিয়ে বাণী গুলো থেকে জানতে পারি। 


ব্যাবহার নিয়ে ইসলামিক উক্তি

ব্যাবহার সম্পর্কে বিভিন্ন ধর্মে অনেক ভালো ভালো উক্তি ও বাণী উল্লেখ করা হয়েছে। তেমনিভাবেই ইসলাম ধর্মে বহু জায়গায় ভালো ব্যাবহার বা উত্তম আচরন নিয়ে কথা বলা হয়েছে। আর সেই কথাগুলোই ব্যাবহার নিয়ে ইসলামিক উক্তি হিসেবে আমাদের আর্টিকেলে স্থান পেয়েছে। 


ব্যবহার নিয়ে উক্তি সমূহ 

ভালো ব্যবহারের প্রতি নিজেকে আকৃষ্ট করতে ও ভালো ব্যবহার করার অনুপ্রেরনা পেতে ব্যবহার নিয়ে উক্তি, আচরণ নিয়ে উক্তি ও ভদ্রতা নিয়ে উক্তি গুলো আমাদের  কতটা সাহায্য করবে সেটা আশা করি ভালভাবেই টের পাচ্ছেন। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আচার -আচরণ নিয়ে বিখ্যাত সাব উক্তি গুলো। 


ভালো ব্যাবহারের মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকবেই কিন্তু সৌন্দর্যের মাঝে সর্বদা ভালো ব্যাবহার নিহিত থাকে না। 

>>

ভালো ব্যাবহারের মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকবেই কিন্তু সৌন্দর্যের মাঝে সর্বদা ভালো ব্যাবহার নিহিত থাকে না। 


কাউকে উপদেশ দিয়ে পরিবর্তন করার চেয়ে নিজের ভালো ব্যাবহার দিয়ে পরিবর্তন করা অধিক সহজ।

>>

কাউকে উপদেশ দিয়ে পরিবর্তন করার চেয়ে নিজের ভালো ব্যাবহার দিয়ে পরিবর্তন করা অধিক সহজ। 


ভালো ব্যাবহার না গাছে ধরে, না কুড়িয়ে পাওয়া যায়; ভালো ব্যাবহার মানুষের মধ্য থেকে খুঁজে নিয়ে নিজের মধ্যে সঞ্চার করতে হয়।

>>

ভালো ব্যাবহার না গাছে ধরে, না কুড়িয়ে পাওয়া যায়; ভালো ব্যাবহার মানুষের মধ্য থেকে খুঁজে নিয়ে নিজের মধ্যে সঞ্চার করতে হয়।


আচার নিয়ে উক্তি 


>>

আপনার আচার-ব্যাবহার কতটা ভালো হবে সেটা অনেকাংশে নির্ভর করে আপনি কাদের সাথে বেশি সময় অতিবাহিত করছেন। ভালো সঙ্গ আপনাকে ভালো ব্যাবহার উপহার দেবে আর খারাপ সঙ্গ আপনাকে খারাপ সঙ্গ উপহার দেবে।


>>

ব্যাবহার হল সেই দর্পণ যেই দর্পণে সবাই নিজের প্রতিচ্ছবি স্পষ্টভাবেই দেখতে পায়।  -জন অলফগাং গোয়েথা


>>

জীবনে উন্নতি নামক বিক্রিয়া সাধন করতে চাইলে, এই বিক্রিয়ার অন্যতম নিয়ামক সদ্ব্যবহার এর প্রতি গুরুত্ব দেওয়া আবশ্যক। 


>>

রাগ তোমাকে নিজের কাছে হারিয়ে দেবে। রাগ তোমার ভেতরে এমনভাবে খারাপ ব্যাবহারের জন্ম দেবে যে তুমি আমার বুঝতেও পারবে না। 


আচরণ নিয়ে উক্তি 


>>

ভালো ব্যাবহার হল অন্যের অনুভূতি ও চিন্তাচেতনার প্রতি নিজের সচেতন আচরণের বহিঃপ্রকাশ। আপনি যতটা সচেতন হবেন আপনার ব্যাবহার ততটাই সুন্দর হবে।


>>

আপনার নৈতিক দৃষ্টিভঙ্গি, উত্তম আচরন ও ভালো মনোভাবের ভিত্তিতেই আপনি মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পাবেন। তাই নিজেকে এমনভাবে গঠন করুন যেন মানুষ আপনার আচরণে তৃপ্ত হয়। 


>>

সমাজের কিছু মানুষ আপনার ভালো ব্যাবহারের জন্য যেভাবে আপনাকে উৎসাহ দেবে, অপরদিকে কিছু মানুষ ঠিক সেভাবেই তাদের খারাপ আচরন দেখিয়ে আপনাকে নিরুৎসাহিত করবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now