Advertisement

(১০০+) মেসিকে নিয়ে কিছু কথা | মেসিকে নিয়ে পোস্ট ২০২৫

(১০০+) মেসিকে নিয়ে কিছু কথা | মেসিকে নিয়ে পোস্ট

আজ মেসির ভক্তদের জন্য মেসিকে নিয়ে কিছু কথা শেয়ার করা হবে এই আর্টিকেলে। তাই যারা এই আর্টিকেল পড়বে তারা সহজেই মেসিকে নিয়ে কিছু কথা জেনে নিতে পারবেন। আশা করছি আজকের এই মেসিকে নিয়ে পোস্ট আপনাদের ভালো লাগবে।

মেসিকে নিয়ে কিছু কথা 

মেসিকে নিয়ে কিছু কথা


আজ ২৪ জুন ২০২৫, আপনাদের বস মেসির জন্মদিন। মেসি হল বর্তমান সময়ের সেরা একজন ফুটবলার। এছাড়া 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে শুধুমাত্র মেসির জন্য। মেসিকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাকে নিয়ে বেশ কিছু অসাধারণ মজার মজার বক্তব্য দিব। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন, তাহলে অবশ্যই অসাধারণ বেশ কিছু কথা সম্পর্কে জেনে নিতে পারবেন।

লিওলেন মেসিকে নিয়ে বলতে চাইলে প্রথমেই বলতে হবে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের সংখ্যা অনেক বেশি। এমনকি গত বিশ্বকাপে আর্জেন্টিনা নাগরিকরাও বাংলাদেশের পতাকা নিয়ে অনেক বেশি উত্তেজনা করতে দেখা গেছে। কেননা তারাও জেনে গেছে বাংলাদেশে বর্তমান সময়ে আর্জেন্টিনিয়ান ফ্যান অত্যন্ত বেড়ে গেছে। বলতে পারেন আমাদের দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সাপোর্ট করে। সে অনুযায়ী আজকে আর্জেন্টিনার ফ্যানরা অত্যন্ত বেশি আনন্দ উৎসব পালন করবে। 

আরো পড়ুন:


বেশ বড় বড় মহীয়সীরা মেসিকে নিয়ে কিছু কথা বলে গেছেন যা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এ সকল তথ্যগুলো আমরা অনলাইন থেকে কালেক্ট করেছি। এবং বড় বড় মানুষদের উক্তিগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। 

(১০০+) মেসিকে নিয়ে কিছু কথা


১. 👉নিউটন ও আইনস্টাইনের অটিজম একটি নির্দিষ্ট মাত্রা ছিল – আমি আশা করি যে, তাদের মতো, মেসি প্রতিদিনই নিজেদেরকে অতিক্রম করে চলেছে এবং আমাদেরকে তাদের সুন্দর ব্র্যান্ডের ফুটবল দিতে যাচ্ছে- রোমারিও👈

২. 👉কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা। বলেছেন - এনরিকে👈

৩. 👉এই বার্সা মেসিকে মনে রাখবে মেসির বার্সা হিসেবে। সে সব কিছু এত সহজে করত যা আমি আগে কখনোই দেখিনি, সে এলিয়েন বলেছেন- পুয়োল👈

৪. 👉আমার জন্য মেসির খেলা দেখা একটি আনন্দের। এটি প্রচণ্ড উত্তেজনা থাকার মত একটি অবিশ্বাস্য আনন্দ। বলেছেন - লুইস ফিগো👈

৫. 👉আমি মালদিনি, ম্যারাডোনা ক্রুইফের বিপক্ষে খেলেছি। আমি জর্জ বেষ্টের সাথে খেলেছি। আমি অনেক বড় বড় তারকার পক্ষে বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের কেউই এত কিছু করতে পারেনি যা মেসি করেছে। দুই বছর আগে আমি বলেছি আমি ম্যারাডোনার বিপক্ষে খেলেছি যে ছিল সেরা। কিন্তু এখন বলছি, আমি মেসির মত এত ভালো খেলোয়ার আর দেখিনি। বলেছেন- গ্যারি আরমস্ট্রং👈

৬. 👉কে বিশ্বসেরা খেলোয়ার? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়ার? লিও মেসি। বলেছেন - আর্সেন ওয়েঙ্গার👈

৭. 👉মেসি ম্যারাডোনার থেকেও সেরা। বলেছেন – টোস্টা👈

৮. 👉তাকে নিয়ে লিখো না। তাকে বর্ননা করার চেষ্টা করো না। শুধু দেখে যাও। বলেছেন - গার্দিওলা👈

৯. 👉সে সবসময় সামনে দিকে এগিয়ে চলে। বল পায়ে সে ব্যাক কিংবা সাইডে পাস করে না। তার শুধু একটাই চিন্তা সামনে এগিয়ে চলো গোল করো। তাই একজন ফুটবল ভক্ত হিসেবে তার শো উপভোগ করো। বলেছেন- জিদান👈

১০. 👉মেসির ডান পায়েরে প্রয়োজন হয়না। সে শুধু বাম পায়েই বিশ্ব সেরা। একবার ভাবুন, সে যদি ডান পাও ব্যবহার করত তাহলে আমরাই সমস্যায় পড়ে যেতাম। বলেছেন - ইব্রাহিমোবিচ।👈

১১. 👉রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হল মেসি। যদি মেসি না থাকত তাহলে রোনালদোই হত বিশ্বসেরা বলেছেন- স্কলারি👈

১২. 👉মেসি ও মেসি তুমি সেরা তুমি সেরা ফুটবলার, মানতেই হবে জিতে নিলে তুমি ২০২২ সালের বিশ্বকাপ।👈

মেসি কে নিয়ে লেখা 

মেসি কে নিয়ে লেখা


আপনার যারা ফেসবুকে কিংবা যে কোন সোশ্যাল মিডিয়াতে মেসি কে নিয়ে লেখা প্রকাশ করতে চাচ্ছেন তারা অবশ্যই নিচ থেকে যেকোনো একটি লেখা কপি করে প্রকাশ করতে পারেন। কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটের ক্রেডিট দিয়ে দিবেন এতে করে আমরা সন্তুষ্ট হবো। 

  • তাকে নিয়ে আর কি বলবো যাকে গোটা বিশ্ব চিনে। গোটা বিশ্ব জানে তার পায়ে কতটা শক্তি আছে। আর নয় অন্য কেউ সে হলো লিওলেন মেসি। বিশ্বের সেরা খেলোয়াড়। হ্যাঁ, সেইগুলো লিওনেল মেসি। আপনার আমার সবার পরিচিত বিশ্বজুড়ে ফেমাস হওয়া খেলোয়াড় লিওলেন মেসি।  - By NBanglaBlog
  • কই মেসির ভক্তরা কই? আজকে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা দিবেনা। জানোনা আজকে মেসির জন্মদিন। এই দিনে পৃথিবীর মুখ দেখেছিল সেই মেসি, যে মেসিকে তোমরা আজকে ছাগল (Goat) হিসেবে চিনো 🔥- By NBanglaBlog
  • মেসির টাকা দেখতে যেও না তার টাকা দেখতে গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে। তারা এত টাকা আছে যে তোমাকে পুরাই কিনে নিবে। আর সেই টাকা দিয়ে সে বানিয়েছে একটা দেশ জানো তো নাকি। - By NBanglaBlog
  • সবাই যার সামনে ফেল সেইগুলো লিওনেল মেসি। তার সামনে দুই মিনিট দেখার ক্ষমতা নাই কোন সাধারণ খেলোয়াড়ের। কই ভক্তরা কই তোমরা লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে এসে যাও। আজকেই তার জন্মদিন জানো তো না কিরে ভাই? - By NBanglaBlog
  • আজকে মোদের প্রিয় বন্ধু লিওনেল মেসির জন্মদিন। তাইমুরা আজকে ফেসবুকে দিমু পোস্ট শুভ জন্মদিন লিওলেন মেসি। সেই পোস্ট দেইখা মেসি কইবো ওই যে আমার বাংলাদেশী বন্ধুরা দিয়াছে হেবি করে পোস্ট। পাঠাও তাদের জন্য ত্রাণ। এতে আমরা সন্তুষ্ট 😀 - By NBanglaBlog

মেসিকে নিয়ে পোস্ট

মেসিকে নিয়ে পোস্ট


মেসিকে নিয়ে পোস্ট করতে চান যেকোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে? তাহলে আপনার জন্য নিচে বেশ কিছু মেসিকে নিয়ে পোস্ট দিয়ে দিলাম যেগুলো আমাদের টিম তৈরি করেছে। এগুলো ফেসবুকে কিংবা যে কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন একই সঙ্গে আমাদের ক্রেডিট দিবেন। পোষ্টের শেষ অংশে আমাদের ওয়েবসাইটের নাম এবং লিংক যুক্ত করে দিবেন। 

মেসিকে নিয়ে পোস্ট ১: মেসি ও মেসি তুমি বিশ্বের সেরা খেলোয়াড়, তোমায় নিয়ে গর্ব করে গোটা বিশ্ব। আজ তোমায় নিয়ে ভাবার চিন্তা সকলের। তুমি যে সবার স্বপ্ন। তুমি জয় করেছো বিশ্বকাপ ২০২২ সালে যার মাধ্যমে ব্রাজিল-আর্জেন্টিনা, কে সেরা সেটা বুঝিয়ে দিয়েছো।

মেসিকে নিয়ে পোস্ট ২: কই ব্রাজিলের ভক্তরা কই? আমাদের বস এসেছে চলে। হোক বয়স হোক বুড়া তাও খেলবে মেসি সবাইরে ছাড়িয়া। কেউ পারবেনা মেসির সঙ্গে কেননা তার কাছে রয়েছে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। 

মেসিকে নিয়ে পোস্ট ৩: মেসির পায়ে এমন পাওয়ার রয়েছে যে পাওয়ার নাই অন্য কোন খেলোয়ারের কাছে। এই পাওয়ার যার কাছে রয়েছে সেই হল আসল খেলোয়াড়। এবং লিওনেল মেসি কতটা ভালো খেলোয়াড় সেটা তার সামনে পড়লেই বুঝতে পারবে। মুখে অনেক কিছু বলা যায় কিন্তু কাজে কেউ পারেনা। কাজে সেই পারে যে আসলে আসল খেলোয়াড়। 

মেসিকে নিয়ে পোস্ট ৪: আসল খেলোয়ারকে বল তো রে ভাই। বর্তমান পৃথিবীতে সবচাইতে সেরা খেলোয়াড় কে বলতো ভাই? হ্যাঁ, ঠিক ধরেছিস লিওলেন মেসি। এই বিশ্বসেরা খেলোয়াড়ের পদধূলি পেতে হাজার হাজার খেলোয়াড় রয়েছে অধীর অপেক্ষায়। 

মেসিকে নিয়ে পোস্ট ৫: জীবনে এতগুলো ভুল কয়টি পেলেয়ার করেছে যতগুলো ভুল করেছি লিওনেল মেসি ২০২২ সালের বিশ্বকাপে। যে যাই বলুক যে যাই করুক লিওনেল মেসি নাকি সবচেয়ে সেরা এটাই হলো তার ফ্যানদের কথা, আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন।

লিওনেল মেসিকে নিয়ে উক্তি 

লিওনেল মেসিকে নিয়ে উক্তি


এতক্ষণ বেশ কিছু বড় বড় মানুষের লিওনেল মেসিকে নিয়ে উক্তি শুনে ফেলেছেন আশা করি। এখন চলুন আমাদের টিম মেম্বারদের তৈরি করা লিওনেল মেসিকে নিয়ে উক্তি জেনে নিবেন। আশা করব আপনাদের এই সকল লিওনেল মেসিকে নিয়ে উক্তি অত্যন্ত পছন্দ হবে।

  • জানা গেছে মেসি হল বিশ্বসেরা ফুটবলার। রোনালদো হলো তারপরে। এবং বিশ্বের সবচেয়ে বেশি ভক্তের সংখ্যা মেসির। 
  • সেরা ফুটবলার হিসেবে আপনি কাকে পছন্দ করেন নেইমার নাকি মেসি?
  • মেসি হলো বিশ্বসেরা ফুটবলার একথাই সত্য যা দেখা যাবে ইতিহাসের পাতায় পাতায়। 
  • বয়স হলেই যে সবকিছু শেষ হয়ে যায় না তাই প্রমাণ করেছে লিওলেন মেসি। 
  • আপনার আমার দেশের প্রতি কতটুকু ভালোবাসা আছে? যতটুকু রয়েছে মেসির? নিজের সবটুকু দিয়ে জিতল বিশ্বকাপ ২০২২। 
  • জিতল আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২২ একমাত্র লিওলেন মেসির জন্য এ কথা কি সত্য? হ্যাঁ, এই কথাই সত্য। 
  • আপনি কি মানেন? আপনি কি জানেন? লিওনেল মেসি হল বিশ্বসেরা ফুটবলার। আর আজকে তার জন্মদিন আপনি কি তা জানতেন। 
  • আপনি কি জানেন লিওলেন মেসি কবে জন্মগ্রহণ করেছে? লিওলেন মেসি ২৪ জুন, ১৯৮৭ জন্মগ্রহণ করেছিলেন। 
  • মেসি হলো বিশ্বসেরা ফুটবলার এ কোথায় সত্য মানুন আর না মানুন তিনিই সেরা। তার সাথে টক্কর দেওয়ার নাই এখনো কেউ। কিন্তু ভবিষ্যতে অবশ্যই হবে যখন থাকবেনা সে। 
  • মেসির হাতে আছে একটা দাজ্জালের ট্যাটু। এর থেকে বোঝা যায় তিনি কতটুকু ভালো-মন্দ, এমনটা ফেসবুকে কমেন্ট করেছেন একজন।

আমাদের শেষ কথা

মেসিকে নিয়ে কিছু কথা আমাদের আর্টিকেলটিতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সেই সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং আপনার বন্ধুদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করুন যাতে তারাও মেসিকে নিয়ে কিছু কথা দেখতে পারে এবং ইনজয় করতে পারে। তাছাড়া যারা ফেসবুকে পোস্ট করতে চান তারা এখান থেকে যেকোনো ধরনের টপিক বা যেকোনো ধরনের স্ট্যাটাস কপি করে পোস্ট করতে পারেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now