Advertisement

অর্জন নিয়ে উক্তি | প্রচেষ্টা নিয়ে উক্তি

অর্জন নিয়ে উক্তি | প্রচেষ্টা নিয়ে উক্তি


Nbanglablog এ আপনি ইতিমধ্যে উক্তি ও বাণী নিয়ে অনেকগুলো পোস্ট পেয়েছেন। আমরা আপনাদের আগ্রহ অনুসারে বিভিন্ন বিষয়ে উক্তি ও বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকেও এর ব্যাতিক্রম হবে না। 

আজকের আর্টিকেল আমি আপনাদের সামনে অর্জন নিয়ে উক্তি ও প্রচেষ্টা নিয়ে উক্তি  নিয়ে হাজির হলাম। অর্জন হল কোনো ব্যাক্তির লক্ষ পাওয়া। 


 অর্জন নিয়ে উক্তি বাংলা 

আমরা বিভিন্ন সময়ে কোনো আকাঙ্ক্ষাকে লক্ষ হিসেবে বেছে নেই, আর সেই লক্ষ্যকে অর্জনে সচেষ্ট হয়ে কাজ করে যাই। আর লক্ষ অর্জনের জন্য বিভিন্ন বাণী ও উক্তি সর্বদা অনুপ্রেরণামূলক হিসেবে প্রমাণিত হয়েছে। ( প্রচেষ্টা নিয়ে উক্তি 

তাই আপনিও যেন নিজেকে অনুপ্রাণিত রেখে লক্ষ অর্জনে কাজ করে যেতে পারেন সেই জন্যই আপনার জন্যে নিয়ে এলাম অর্জন নিয়ে উক্তি গুলো। 


অর্জন নিয়ে উক্তি

কোনো সফল ব্যাক্তির অর্জন দেখে আমরা প্রায়শই অভিভাবিত হই, আর নিজেদের সফল করে তুলার জন্য উদ্বিগ্ন হয়ে উঠি। তাই আপনিও যেন নিজের পছন্দের লক্ষ অর্জন করতে পারেন সেই কামনাই করছি। 


>>

জীবনে কিছু বদ অভ্যাসের বর্জন মনে,

কিছু উত্তম গুণাবলীর অর্জন। 


>>

সেই ব্যক্তিই ব্যাতিক্রম কিছু অর্জন করতে পারে, যে নিজেকে ব্যাতিক্রমভাবে কাজে লাগায়।


>>

একটি সৃজনশীল জীবন অর্জন করতে হলে, ভুল হওয়ার ভয়কে হারাতে হবে। 


>>

লক্ষ অর্জনের পথে যত বেশি হতাশ হবে, ধরে নিও সফলতা ততই তোমার নিকটে। 


অর্জন নিয়ে উক্তি | প্রচেষ্টা নিয়ে উক্তি

প্রচেষ্টা নিয়ে উক্তি  

কোনো কিছু অর্জন করতে হলে প্রয়োজন উদ্যম প্রচেষ্ঠা। প্রচেষ্ঠা ছাড়া কোনো লক্ষ অর্জন করা সম্ভব না  । তাই  প্রচেষ্টা নিয়ে উক্তি এর প্রতি খেয়াল করা জরুরি। আমি আশা করি প্রচেষ্টা নিয়ে উক্তি  গুলো আপনাদের মনে অনুপ্রেরনার জন্মদেবে। যার বলে আপনি নিজের সকল লক্ষ অর্জন করে নিতে পারবেন। 


>>

আমাদের সমস্ত স্বপ্ন সঠিকভাবে অর্জন করা সম্ভব যদি আমরা তাদের অনুসরণ করার সাহস রাখি।


>>

সফলতা হল এমন এক অর্জন, যা পাওয়ার জন্য প্রয়োজন আরামের বর্জন।


>>

ভালো ফলাফল তাদের জন্য আসে যারা অপেক্ষা করে; কিন্তু উত্তম ফলাফল তাদের জন্যই আসে যারা তা অর্জনের জন্য বেরিয়ে পড়ে।


>>

যদি স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম কোন কাজে নিজেকে ব্যস্ত না রাখ তাহলে তোমার অর্জন তোমাকে হতাশ করবে। 


>>

সুযোগ কখনো তৈরি হয় না, সুযোগ তৈরি করে নিতে হয়। - ক্রিস গ্রগার


>>

কোনো সফল ব্যাক্তির অর্জনগুলোকে প্রিয় ভাবার আগে তার ট্যাগ গুলোকে প্রিয় করে নিলে নিজের সফলতা একধাপ এগিয়ে আসে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞাপন

বিজ্ঞাপন