Advertisement

শিক্ষামূলক বাণী | শিক্ষামূলক উক্তি | শিক্ষামূলক উক্তি ২০২৪

মানবজীবনে শিক্ষার কোনো শেষ নেই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেখার মধ্য দিয়েই কাটিয়ে দেই। কখনো বই থেকে শিক্ষা নেই, আবার কখনো মহা মানবদের জীবন থেকে শিক্ষা নেই ; কখনো পন্ডিত থেকে শিক্ষা নেই, আবার কখনো ছোট শিশু থেকেও শিক্ষা নেই। সত্যি বলতে প্রতিদিন আমরা নতুন কিছু না কিছু শিখেই চলেছি। 

তবুও শিক্ষা শুধু একটি উৎস থেকে আসছে এমনটা কখনোই কারো পক্ষ থেকে দাবি করা সম্ভব না। শিক্ষা জীবনে বহু উৎস থেকে আসতে পারে। এমন অনেক সময় ঘটে ছোট একটা কথা আমাদের মনে এতটাই অনুপ্রেরণা যোগায় যে আমরা অসাধ্য সাধন করে ফেলি। 

এরকম হাজারো উদহারন রয়েছে, কোনো মানুষের একটি কথা বা শিক্ষামূলক উক্তিতেই বিপ্লব সংঘটিত হয়েছে। আর শিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক বাণী মানুষের মনে অনুপ্রেরণা যোগানোর অন্যতম উপায়। 


শিক্ষামূলক বাণী | শিক্ষামূলক উক্তি | শিক্ষামূলক উক্তি ২০২২

শিক্ষামূলক উক্তি

একজন জ্ঞানী মানুষের উপদেশমূলক বাণী বা উপদেশমূলক কথার প্রভাব একটি সমাজে পড়তে খুব সময় লাগে না যদি মানুষ তাকে প্রিয়পাত্র হিসেবে গ্রহণ করে। আর জ্ঞানী মানুষ সর্বদাই প্রিয়পাত্র হয়। তাই জ্ঞানী মানুষের মুখের কথাগুলোই আমাদের জন্য শিক্ষামূলক উক্তিশিক্ষামূলক বাণীঅনুপ্রেরণা মূলক বাণী হিসেবে আশীর্বাদ সরুপ।

 

ইউটিউব ভিডিও দেখে ও ফেসবুক লাইক করে টাকা আয়


শিক্ষামূলক বাণী

একজন শিক্ষিত ও উদার মানুষের নসীহত অনুসরণ করে যেকোনো সংগ্রামী মানুষ উত্তম জীবন সাজিয়ে সমাজে আলো ছড়িয়ে দিতে পারে। তাই আমাদের উদ্দেশে ইতিহাসের মহা-মানবেরা কি বার্তা, বাণী ও উক্তি রচনা করে গেছেন তা জানার কিন্তু বিশেষ প্রয়োজন আছে। 

তাই এই লেখায় সকলের জন্য মহা-মানব দের শিক্ষামূলক উক্তিশিক্ষামূলক বাণী ও শিক্ষামূলক কথা, তুলে ধরলাম। যেন আমরা এই কথাগুলো শিক্ষামূলক স্ট্যাটাস বা শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস এর মধ্যে সীমাবদ্ধ না রেখে, জীবনে এই কথাগুলো থেকে শিক্ষা নিতে পারি।


ছবিতে রঙ দিলে যেমন ছবি জীবন ফিরে পায়, প্রতিভাকে অনুপ্রেরণা দিলে তেমনি প্রতিভা তার রূপ খুঁজে পায়। 


>>

ছবিতে রঙ দিলে যেমন ছবি জীবন ফিরে পায়, প্রতিভাকে অনুপ্রেরণা দিলে তেমনি প্রতিভা তার রূপ খুঁজে পায়। 


আমি কখনোই সফলতার সপ্ন দেখি, আমি সফলতার জন্য কাজ করেছি। - Estée Lauder


>>

আমি কখনোই সফলতার সপ্ন দেখি, আমি সফলতার জন্য কাজ করেছি। - Estée Lauder


সময়কে তুমি এতটাই মূল্যবান ভাবো যতটা তুমি কল্পনাও করতে পারো না। সময় অপচয়কে এতটাই পাপ ভাবো যতটা কেউ করতে পারে না। - হিউয়েন পল ওয়াকার


>>

সময়কে তুমি এতটাই মূল্যবান ভাবো যতটা তুমি কল্পনাও করতে পারো না। সময় অপচয়কে এতটাই পাপ ভাবো যতটা কেউ করতে পারে না। - হিউয়েন পল ওয়াকার


যেই বাবার ক্ষয়ে সন্তান পুষ্ট হয়, প্রতিক্ষণে তাকে করবে সালাম। যেই বাবার ক্ষয়ে সংসার পুষ্ট হয়, হাসিমুখে হয়ে যাও তার গোলাম। - মার্টিন পাবলো নেরুদার


>>

যেই বাবার ক্ষয়ে সন্তান পুষ্ট হয়, প্রতিক্ষণে তাকে করবে সালাম। যেই বাবার ক্ষয়ে সংসার পুষ্ট হয়, হাসিমুখে হয়ে যাও তার গোলাম। - মার্টিন পাবলো নেরুদার



শিক্ষামূলক বাণী সমূহ


যেভাবে বিত্তবান তার সম্পদের জন্য সন্মান কর, যেভাবে ক্ষমতাবানকে তার ক্ষমতার জন্য সন্মান কর, যেভাবে জ্ঞানীকে জ্ঞানের জন্য সন্মান কর, ঠিক সেভাবেই বাবা ও মা কে সন্মান করবে যদি তারা মূর্খ কিংবা পঙ্গুও হয়।

- ওয়াল্টার স্কট জুট 

>>

যেভাবে বিত্তবান তার সম্পদের জন্য সন্মান কর, যেভাবে ক্ষমতাবানকে তার ক্ষমতার জন্য সন্মান কর, যেভাবে জ্ঞানীকে জ্ঞানের জন্য সন্মান কর, ঠিক সেভাবেই বাবা ও মা কে সন্মান করবে যদি তারা মূর্খ কিংবা পঙ্গুও হয়।

- ওয়াল্টার স্কট জুট 



রাগ যতটা সহজে কোনো কিছুকে ধ্বংস করতে পারে, তত সহজে কোনো কিছু গঠন করতে পারে না। রাগ থেকে বেঁচে থাকাই উত্তম চরিত্রের পরিচয়। 


>>

রাগ যতটা সহজে কোনো কিছুকে ধ্বংস করতে পারে, তত সহজে কোনো কিছু গঠন করতে পারে না। রাগ থেকে বেঁচে থাকাই উত্তম চরিত্রের পরিচয়। 



নিয়মিত একটি কাঠে পানি পড়তে থাকলে একদিন পানি দিয়েই কাঠটিও ধ্বংস হয়ে যাবে। আর নিয়মিত তুমি কাজ করতে থাকলে সফলতা পাবে না এমনটা কখনোই সম্ভব না।-  হিউয়েন পল ওয়াকার


>>

নিয়মিত একটি কাঠে পানি পড়তে থাকলে একদিন পানি দিয়েই কাঠটিও ধ্বংস হয়ে যাবে। আর নিয়মিত তুমি কাজ করতে থাকলে সফলতা পাবে না এমনটা কখনোই সম্ভব না।-  হিউয়েন পল ওয়াকার


স্বাধীনতা ততটাই মূল্যবান, যতটা মূল্যহীন পরাধীনতা। স্বাধীনতাকে কোনো মূল্য দিয়ে পরিমাপ করা সম্ভব না।


>>

স্বাধীনতা ততটাই মূল্যবান, যতটা মূল্যহীন পরাধীনতা। স্বাধীনতাকে কোনো মূল্য দিয়ে পরিমাপ করা সম্ভব না।


চেষ্টা করে ব্যর্থতা পেলে কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করতেই ব্যার্থ হলে অসুবিধা। তাই চেষ্টা করতে কখনো পিছ-পা হবেন না।

>>

চেষ্টা করে ব্যর্থতা পেলে কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করতেই ব্যার্থ হলে অসুবিধা। তাই চেষ্টা করতে কখনো পিছ-পা হবেন না।


একটি সৃজনশীল জীবন অর্জন করতে হলে, ভুল হওয়ার ভয়কে হারাতে হবে। ভয় সৃজনশীলতার আলোকে নিভিয়ে দেয়।- কবি পল 


>>

একটি সৃজনশীল জীবন অর্জন করতে হলে, ভুল হওয়ার ভয়কে হারাতে হবে। ভয় সৃজনশীলতার আলোকে নিভিয়ে দেয়।- কবি পল 


প্রকৃতি আমাদের জীবনের মহান লক্ষ অর্জনের সকল উপকরণই দিয়েছে, কিন্তু আমাদের সেগুলো সাজাতে জনতে হবে; অনেকটা ধাঁধা মেলানোর মত। 

- Diane McLaren

>>

প্রকৃতি আমাদের জীবনের মহান লক্ষ অর্জনের সকল উপকরণই দিয়েছে, কিন্তু আমাদের সেগুলো সাজাতে জনতে হবে; অনেকটা ধাঁধা মেলানোর মত। 

- Diane McLaren


ছবিতে রঙ দিলে যেমন ছবি জীবন ফিরে পায়, প্রতিভাকে অনুপ্রেরণা দিলে তেমনি প্রতিভা তার রূপ খুঁজে পায়। 


>>

ছবিতে রঙ দিলে যেমন ছবি জীবন ফিরে পায়, প্রতিভাকে অনুপ্রেরণা দিলে তেমনি প্রতিভা তার রূপ খুঁজে পায়। 




ইসলামিক শিক্ষামূলক উক্তি


যেই কথা ভাষণ হয়ে মানুষে বিপ্লবী করে, সেই কথাই বিষ হয়ে মানুষকে হিংস্র করে তোলে। তাই মুখের কথাকে সাবধান হয়ে ব্যাবহার করবে। - কবি পল

>>

যেই কথা ভাষণ হয়ে মানুষে বিপ্লবী করে, সেই কথাই বিষ হয়ে মানুষকে হিংস্র করে তোলে। তাই মুখের কথাকে সাবধান হয়ে ব্যাবহার করবে। - কবি পল


সার্থকতা তাদের জন্য আসে না যারা অপেক্ষা করে; সার্থকতা তাদের জন্যই আসে যারা তা অর্জনের জন্য বেরিয়ে পড়ে।

>>

সার্থকতা তাদের জন্য আসে না যারা অপেক্ষা করে; সার্থকতা তাদের জন্যই আসে যারা তা অর্জনের জন্য বেরিয়ে পড়ে।



দায়িত্ববান ও দায়িত্বহীন কখনো এক হতে পারেনা; দায়িত্ববান প্রিয় পাত্র হবে এটাই স্বাভাবিক।

>>

দায়িত্ববান ও দায়িত্বহীন কখনো এক হতে পারেনা; দায়িত্ববান প্রিয় পাত্র হবে এটাই স্বাভাবিক।



সামান্য অসুবিধায় ধৈর্যহারা হয়ে যেও না, এতদিন আল্লাহ তোমায় সুবিধা দিয়েছেন সে কথা ভুলে যেও না। 

>>

সামান্য অসুবিধায় ধৈর্যহারা হয়ে যেও না, এতদিন আল্লাহ তোমায় সুবিধা দিয়েছেন সে কথা ভুলে যেও না। 



দুনিয়ার মোহে মোহিত, এমন কাউকে অনুসরণ করা মুমিনের কাজ না; যে দুনিয়াকে ত্যাগ করতে জানে মমিন তাকেই অনুসরণ করবে।

>>

দুনিয়ার মোহে মোহিত, এমন কাউকে অনুসরণ করা মুমিনের কাজ না; যে দুনিয়াকে ত্যাগ করতে জানে মমিন তাকেই অনুসরণ করবে।



আমি কখনোই সফলতার সপ্ন দেখি, আমি সফলতার জন্য কাজ করেছি। - Estée Lauder

>>

আমি কখনোই সফলতার সপ্ন দেখি, আমি সফলতার জন্য কাজ করেছি। - Estée Lauder



সর্বদা খেয়াল রাখবে, আগামীকাল যেন তোমার আজকের দিনকে কেড়ে নিতে না পারে। - Will Rogers

>>

সর্বদা খেয়াল রাখবে, আগামীকাল যেন তোমার আজকের দিনকে কেড়ে নিতে না পারে। - Will Rogers



দায়িত্ববান ও দায়িত্বহীন কখনো এক হতে পারেনা; দায়িত্ববান প্রিয় পাত্র হবে এটাই স্বাভাবিক।

>>

দায়িত্ববান ও দায়িত্বহীন কখনো এক হতে পারেনা; দায়িত্ববান প্রিয় পাত্র হবে এটাই স্বাভাবিক।



অভিজ্ঞতা জীবনের সেরা শিক্ষক; কেননা এই শিক্ষক প্রথমে তোমাকে কাজ দেবে এবং সেই করিয়ে তোমাকে শিক্ষা দেবে। 

>>

অভিজ্ঞতা জীবনের সেরা শিক্ষক; কেননা এই শিক্ষক প্রথমে তোমাকে কাজ দেবে এবং সেই করিয়ে তোমাকে শিক্ষা দেবে। 



সর্বদা আলোকেই খুজবে, তাহলে তোমার পিছনে হাজারো ছায়া এসে দাঁড়াবে। 

>>

সর্বদা আলোকেই খুজবে, তাহলে তোমার পিছনে হাজারো ছায়া এসে দাঁড়াবে। 



যারা তোমায় অবহেলা করে তাদের কথায় কান দিও না, কারণ ব্যার্থরা চায় সবাই যেন তাদের মত ব্যার্থ হয়েই থাকে। 

>>

যারা তোমায় অবহেলা করে তাদের কথায় কান দিও না, কারণ ব্যার্থরা চায় সবাই যেন তাদের মত ব্যার্থ হয়েই থাকে। 



লোক দেখানো আদর্শবাদ, বাতাসে ভাসমান দূর্গের মত। যার বাস্তবতা ও মূল্য কোনোটাই নেই।  -ক্লাইড ম্যাকি

>>

লোক দেখানো আদর্শবাদ, বাতাসে ভাসমান দূর্গের মত। যার বাস্তবতা ও মূল্য কোনোটাই নেই।  -ক্লাইড ম্যাকি




রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইতিহাসের অন্যতম একজন সফল লেখক, কবি, গীতিকার, চিন্তাবীদ। তার প্রতি উপদেশ ও বাণী আমাদের জানা অতীব জরুরি। তিনি জাতির উদ্দেশে কি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী কি কি সেই বিষয়ে একজন মানুষ হিসেবে নূন্যতম ধারণা থাকা প্রয়োজন। তাই আর্টিকেলের এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী ও উক্তি সমূহ তুলে ধরা হয়েছে। 


শক্তির দুটো অংশ আছে, এক অংশ ব্যাক্ত আরেক অংশ অব্যাক্ত; এক অংশ প্রয়োগ আরেক অংশ সম্বরণ। শক্তির এই সামঞ্জস্য যদি নষ্ট করো তাহলে, সে ক্ষুব্ধ হয়ে ওঠে আর সে ক্ষোভ মঙ্গলকর নয়। - রবীন্দ্রনাথ ঠাকুর


>>

শক্তির দুটো অংশ আছে, এক অংশ ব্যাক্ত আরেক অংশ অব্যাক্ত; এক অংশ প্রয়োগ আরেক অংশ সম্বরণ। শক্তির এই সামঞ্জস্য যদি নষ্ট করো তাহলে, সে ক্ষুব্ধ হয়ে ওঠে আর সে ক্ষোভ মঙ্গলকর নয়। - রবীন্দ্রনাথ ঠাকুর


স্ফুলিঙ্গ এর সাথে শিখার যে প্রভেদ, উত্তেজনার সাথে শক্তির সেই প্রভেদ - রবীন্দ্রনাথ ঠাকুর


>>

স্ফুলিঙ্গ এর সাথে শিখার যে প্রভেদ, উত্তেজনার সাথে শক্তির সেই প্রভেদ - রবীন্দ্রনাথ ঠাকুর


মুক্ত করো আপনা মাঝের সকল ভীতি ভয়; কর্ম করে, যুদ্ধ করে নিজেরে করো জয়। 

- রবীন্দ্রনাথ ঠাকুর


>>

মুক্ত করো আপনা মাঝের সকল ভীতি ভয়; কর্ম করে, যুদ্ধ করে নিজেরে করো জয়। 

- রবীন্দ্রনাথ ঠাকুর



মহাত্মা গান্ধীর শিক্ষামূলক বাণী

অহিংসতার মাধ্যমে বিশ্ব জয় করা মহা মানব ছিলেন মহাত্মা গান্ধী। তার প্রতিটি কথা আজও মানুষকে অহিংসা নেই ও শান্তির পথ দেখায়। আর মহাত্মা গান্ধীর শিক্ষামূলক বাণী ও শিক্ষামূলক উক্তি গুলোই তার জ্বলন্ত প্রমাণ। 


একথা চিন্তা করে নিগ্রো অধিবাসীর লজ্জিত হওয়ার কোনো হেতু নেই যে, তারা ক্রীতদাসের বংশধর। ক্রীতদাস হওয়ায় কোনো অগৌরব নেই, অগৌরভ আছে ক্রীতদাসের মালিক হওয়ায়। - মহাত্মা গান্ধী

>>

একথা চিন্তা করে নিগ্রো অধিবাসীর লজ্জিত হওয়ার কোনো হেতু নেই যে, তারা ক্রীতদাসের বংশধর। ক্রীতদাস হওয়ায় কোনো অগৌরব নেই, অগৌরভ আছে ক্রীতদাসের মালিক হওয়ায়। - মহাত্মা গান্ধী


লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাতেই গৌরব নিহিত, লক্ষ্যে পৌঁছাতে নয়। - মহাত্মা গান্ধী

>>

লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাতেই গৌরব নিহিত, লক্ষ্যে পৌঁছাতে নয়। - মহাত্মা গান্ধী

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now