About Us
nbanglablog.com হলো একটি বাংলা ব্লগ ওয়েবসাইট যেখানে নিয়মিত বাংলা ভাষায় তথ্যবহুল কনন্টেন আপলোড করা হয়ে থাকে। যেমন: অনলাইন ইনকাম, ব্যাংকিং, ইনফো, খেুলাধুলা, স্ট্যাটাস, উক্তি, কবিতা, পাসপোর্ট, ভিসা ইত্যাদি আরো অনেক টপিকের তথ্য নিয়মিত প্রকাশিত হয়।
প্রতিষ্ঠা
২০২১ সালে প্রথম বারের মতোন nbanglablog.com তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিলো। এবং তা প্রতিষ্ঠ্যা করেছিলেন মনির। তবে ২০২৩ সালে তা ব্লগার আশিকুর রহমানের নিকট অফিসিয়ালভাবে বিক্রয় করা হয়। এবং ২০২৩ থেকে এখন আশিকুর রহমান ও তার টিম মেম্বাররা এই বাংলা ব্লগ ওয়েবসাইটটি পরিচালনা করছে।
টিম মেম্বার
প্রধান পরিচালক ও সি. ই. ও আশিকুর রহমান। এবং পাশাপাশি রয়েছে আরো বেশ কিছু লেখক যারা: রবিন, তাসনিয়া, ফারিহা।
উদ্দেশ্য
বাংলাদেশের সাধারণ মানুষের নিকট সকল তথ্য পোঁছে দিতে nbanglablog.com এর যাত্রা শুরু হয়েছেছিলো এবং আমরা এখনো পর্যন্ত একই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি।
ঠিকানা
বাসা: ৬৫৩০, এনায়েতপুর, মহাদেবপুর, নওগা
মোবাইল: ০১৩০৩২৪৮৮১৮